টাকার ভাগ নিয়ে সিরাজগঞ্জে আ’লীগের দুই পক্ষে সংঘর্ষ
বিদ্যুৎ পাওয়ার প্লান্টের মালামাল সরবরাহের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার পর সয়দাবাদ পুনর্বাসন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, বিদ্যুৎ প্লান্টের ইট-বালু-সিমেন্টসহ বিভিন্ন মালামাল সরবরাহ করার জন্য ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে ২৬ সদস্যের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়। এদিন মালামাল সরবরাহের টাকার ভাগ-বাটোয়ারা হয়। প্রতিজন প্রায় ২৭ হাজার টাকা করে ভাগ পায়। এই টাকার ভাগ নিয়ে সংঘর্ষ বাধে। সদস্য না হয়েও টাকার ভাগ চায় মাসুদ-মমিন গ্রুপ। বিকেলে ইউপি সদস্য মাসুদ ও মমিন গ্রুপ লোকজন নিয়ে পুনবার্সন এলাকায় গিয়ে ইউপি সদস্য আজিজকে গালিগালাজ করে। এ সময় বাধা দিলে মাসুদ ও মমিন গ্রুপের লোকজন আজিজ মন্ডলের ভাগ্নে আবুল কালামকে কুপিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে আজিজ মন্ডলের লোকজন জড়ো হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন জানান, দীর্ঘদিন হিসাব না দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে বৈঠক বসার সিদ্ধান্ত হয়। এরপর আমাদের লোকজন পুনর্বাসন বাজার এলাকায় চলে আসলে আজিজ মন্ডলের ভাগ্নে-ভাতিজা সোহেল ও মজনু মোটরসাইকেল নিয়ে বাজারে এসে তাদেরকে মারপিট করে।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ইউপি সদস্য মাসুদ, মমিন ও বজো মান্নানসহ কতিপয় সন্ত্রাসী পুনর্বাসন বাজারে গিয়ে তাকে গালিগালাজ এবং তার ভাগ্নেকে কুপিয়ে আহত করলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। হয়তো ওই সময় মারপিটের ঘটনা ঘটেছে। তবে আমি সেখানে উপস্থিত ছিলাম না।
সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন