টাকার লোভে কম বয়সী মেয়ে’কে বুড়ো লন্ডনীর কাছে ফোনে বিয়ে, বর উধাও! ঘটক আটক, এলাকায় তোলপাড়!
নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড়ী অঞ্চলে অর্থের লোভে কম বয়সী মেয়ে’কে এক বুড়ো লন্ডনীর নিকট মোবাইল ফোনে বিয়ে দেয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনার ঝড় বইছে। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই লন্ডনী বুড়ো বর গত মঙ্গলবার গভীর রাতে কনের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে আবার তোলপাড় শুরু হয়েছে। লন্ডনী বর পালিয়ে যাওয়ায় বিয়ের চুক্তির টাকার জন্য স্থানীয় বিয়ের ঘটক তাজুদ মিয়া (৩৫)কে নিজ বাড়িতে ১২ ঘন্টা আটক রেখে অবশেষে পুলিশের হাতে তুলে দিলেন মেয়ের বাবা আকবর আলী পাখি মিয়া। পুলিশ তাজুদ মিয়াকে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তারা নিরাপরাধ ঘটক তাজুদ মিয়াকে অব্যাহত দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক মালিটিলা গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে তাজুদ মিয়া দীর্ঘদিন ধরে জীবন জীবিকার তাগিদে বিয়ের ঘটক হিসেবে কাজ করে আসছিলেন। সেই সুবাধে সিলেটের বিশ্বনাথ থানার লন্ডন প্রবাসী আব্দুল আজিজ ( ৬৫) এর সাথে পরিচয় হয়। উক্ত বিয়ে পাগল লন্ডনী সুন্দরী কম বয়সী মেয়ে খোজাঁর জন্য ঘটক তাজুদ মিয়াকে নিয়োজিত করে। ফলে তাজুদ মিয়া শতক গ্রামের তার প্রতিবেশী আকবর আলী পাখি’র সুন্দরী মেয়ে তান্নি আক্তারের জন্য লন্ডনী পাত্রের নিকট বিয়ের প্রস্তাব দেন। উক্ত প্রস্তাবে সায় দেন মেয়ের বাবা। বিনিময়ে ২ লাখ টাকা দাবী করেন। এতে রাজি হয় লন্ডনী আব্দুল আজিজ। শর্ত মোতাবেক প্রায় দেড় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় মেয়ে তান্নি আক্তারের। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামবাসী।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরইমধ্যে বুড়ো লন্ডনী দেশে আসলে নতুন শশুড়ালয়ে যাওয়া আসা শুরু করেন। প্রতিনিয়তই কনের বাড়িতে বর যাওয়া আসা করতেন এবং রাত্রী যাপন করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী। শর্তের টাকার মধ্যে ৭০ হাজার টাকা প্রদান করেন লন্ডনী বর। বাকী ১ লাখ ৩০ হাজার পরে দেয়ার কথা থাকে। এছাড়া প্রায় ১৫ দিন আগে আকবর আলী পাখি তার বড় মেয়ের জামাতাকে দিয়ে উক্ত লন্ডনীর সাথে ছোট মেয়ের বিয়ের কাবিন রেজিষ্ট্রী করানোর জন্য স্থানীয় কাজী রৌশন আলীকে তার ডেকে আনেন। কাজী এসে মেয়ের জন্ম সনদ দেখে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কাবিন রেজিষ্ট্রী না করে ফিরে যান। এই সুযোগ কাজে লাগায় বিয়ে পাগল লন্ডনী।
সে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটক তাজুদ মিয়াকে সাথে নিয়ে শশুড় আকবর আলীর বাড়ি গিয়ে উঠে। রাতের খাওয়া দাওয়া শেষে লন্ডনী বর কে রেখে ঘটক তাজুদ তার বাড়িতে চলে আসে। সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে লন্ডনী আব্দুল আজিজ কনে বাড়ি থেকে পালিয়ে যায়। ফলে মেয়ের বাবা আকবর আলীর মাথায় হাত পরে। একদিকে মেয়ের সর্বনাষ! অন্য দিকে শর্তের বাকী ১ লাখ ৩০ হাজার টাকা। এই দু’ কারনে মেয়ের বাবা আকবর আলী গত বুধবার ভোর বেলা ৫ টার দিকে ঘটক তাজুদ মিয়াকে খবর দিয়ে তার বাড়ি নিয়ে আটক করে রাখেন। ঘটকালীর ফি এর পরিবর্তে ঘটক তাজুদ মিয়ার স্থান হয়েছে হাজতে।
এ ব্যাপারে তাজুদ মিয়া বলেন, আমি ঘটক মানুষ, পেটের দায়ে ঘটকালী করে জীবন জীবিকা নির্বাহ করি। অর্থের লোভে আকবর আলী লন্ডনী আব্দুল আজিজের সাথে তার মেয়ের বিয়ে দিতে সম্মত হয়। এক পর্যায়ে গ্রামের লোকজনের বাধার কারনে বিয়ে ভন্ডুল হলে গোপনে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়। লন্ডনী বর দেশে আসার পর কাবিন করার কথা থাকলেও কাজি সাহেব মেয়ের বয়স কম হওয়ায় কাবিন রেজিষ্ট্রী করেননি। কিন্তু লন্ডনী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল। মঙ্গলবার তাজুদ মিয়ার ঘটকালীর ফ্রি দেয়ার কথা বলে লন্ডনী কনের বাড়িতে নিয়ে যায়। কিন্তু ঘটকের অজান্তে সে পালিয়ে যায়। পরে মেয়ের বাবা আকবর আলী পাখি পাশের বাড়ির ঘটক তাজুদ মিয়াকে ডেকে নিয়ে বাড়িতে আটক করে। পরে সন্ধ্যায় থানায় খবর দিলে গোপলার বাজার পুলিশ ফাড়িঁর এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্য পেয়ে উক্ত ঘটককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং পরের ৫৪ ধারায় আদালতে প্রেরন করেছেন।
নবীগঞ্জে এক কিশোরী‘কে ফুসলিয়ে ধর্ষনের ঘটনায় সহায়তা ও আপত্তিকর ছবি মোবাইলে তোলে সরবরাহ করার অপরাধে আছমত উল্লাহ নামের একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত বৃহস্পতিবার সন্ধায় তাকে আটক করা হয়। ঘটনার মুল নাটেরগুরু ধর্ষক লম্পট আরজান উল্লা পলাতক রয়েছে বলে অভিযোগে প্রকাশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারিকান্দি গ্রামের আরজান উল্লা দীর্ঘদিন ধরে বিয়ের ঘটকালী ও কবিরাজির নামে তার বাড়িতে সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। উটতি বয়সী মেয়েদেরকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যৌন হয়রানীসহ নানা অভিযোগ উঠে। স্থানীয় লোকজন মান সম্মানের ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না বলেও অভিযোগে উল্লেখ রয়েয়ে।
এদিকে বিগত ৪ঠা অক্টোবর দুপুরে আরজান আলী তার নির্জন বাড়িতে একই গ্রামের দারিদ্র আব্দুল গফুরের কিশোরী কন্যাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে এবং উলঙ্গ করে যৌন হয়ারানী করার সময় একই গ্রামের আছমত আলী দেখে ফেলেন। এ সময় আছমত আলী তার মোবাইল দিয়ে ওই আপত্তিকর অবস্থার ভিডিও ও স্থিরচিত্র ধারন করে মেয়েটিকে জিম্মি করে তার কামভাব চরিতাত্র করার চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে মেয়ে রাজি না হওয়ায় মোবাইলে ধারনকৃত ছবি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী গত বৃহস্পতিবার সন্ধ্যায় আছমত উল্লা আটক করে এবং লম্পট আরজান পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন আটককৃতকে পুলিশে সোর্পদ করেন। এ ব্যাপারে গত শুক্রবার সকালে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন