টাকা নিয়ে যত টোটকা
আমাদের দিনের শুরু থেকে শেষ, ঘুম হতে খাবার,পোশাক, নিত্যদিন সর্ব কিছুই একটি মাত্র জিনিসে নির্ভর, আর তা হলো ‘টাকা’। এই টাকার জন্য মানুষের নিত্যদিনের ছুটে চলা।
একেক দেশের মুদ্রা, টাকা একেক রকম। কিন্তু কাজ তো একই, সে হলো বিনিময়ের প্রধান মাধ্যম। যাই করতে চাও টাকা খরচ করতে হবে। এই টাকা বা মুদ্রা নিয়ে দুনিয়া জুড়ে আছে নানান মজার তথ্য।
আসুন জেনে নেই মুদ্রার নানান মজার তথ্যগুলো –
১. সবদেশেরই নিজস্ব মুদ্রামান আছে কিন্তু এমন বেশ কিছু দেশ আছে যার টাকা নিজস্ব নয়-অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করা। যেমন ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো দেশগুলোতে এখন ইউরো ব্যবহার হয়।
২. বিশ্বে সবচেয়ে বেশি লেনদেন হয় মার্কিন ডলার। এ ছাড়া ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড অনেক ব্যবহৃত হয়।
৩. আনুমানিক ১০ হাজার বছর আগে গবাদি পশু এবং ফসলই বিনিময়ের মূল মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।
৪. প্রথম মুদ্রা তৈরি হয় মোটামুটি আড়াই হাজার বছর আগে।
৫. এক হাজার বছর আগে চীনে প্রথম কাগজের নোট ব্যবহৃত হয়।
৬. একটি ব্রিটিশ পাউন্ডের মূল্যমান হলো ওজনে এক পাউন্ড রুপার সমান।
৭. মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২০ সালের দিকে প্রথমবারের মতো ক্রেডিট কার্ড ব্যবহৃত হয়।
৮. মার্কিন ডলারের বিশেষ প্রতীক $ খুঁজে পাওয়া যায় আরো বেশ কিছু দেশের টাকাতেও!
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন