টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসবে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহন
মো. ফরমান শেখ॥ “গণিত শেখো স্বপ্ন দেখো, গণিত ভয় ভীতি দূর কর” এই স্লোগানকে সামনে রেখে গণিতের প্রতি ক্ষুদ্রে শিক্ষার্থীদের আগ্রহী বাড়াতে ও গণিতকে জয় করতে টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ’র উদ্যোগে উপজেলার প্রায় ৮০০ক্ষুদে শিক্ষাথীরা গণিত উৎসবে এবার অংশগ্রহন করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্জুনা হাঁজী ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ ও লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ’র প্রতিষ্ঠা আবদুস ছাত্তার খান এর পরিচালনায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, মহান মুক্তিযুদ্ধের গবেষক মো. শফি উদ্দিন তালুকদার, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ অনুষ্ঠান আয়োজনে তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ১ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২জন ও সেকেন্ডারী ক্যাটাগরিতে ১৭৮জন। গণিত উৎসবে অংশগ্রহণকারী ৭১৫ জন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে ৪৫জন বিজয়ী ক্ষুদে গণিতবিদকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কার প্রদান করা হয়।
গণিত উৎসবের আহবায়ক রাইয়্যান উৎসব তালুকদার বলেন, গণিত ভীতি দুর করা, গণিতের প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহী বাড়ানো ও গণিতবিদ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা আবদুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রতিবছরের মত এবারো গণিত উৎসবের আয়োজন করেছি। এতে উপজেলার প্রায় ৮০০ক্ষুদ্রে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি ভয় দুর করতে ও বিজ্ঞানের আলো তাদের ভেতরে গড়ে তোলার আমাদের এ গণিত ও বিজ্ঞান সংঘ’র কাজ। আমরা আগামীতে এর চেয়ে আরো বড় পরিসরে গণিত উৎসবের আয়োজন করব। এজন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন