টাঙ্গাইলে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
মামলার কারণে বাদ পড়া ও একাধিক প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় টাঙ্গাইলের একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে।
আজ সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উচ্চ আদালতে মামলার কারণে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে গত নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত ছিল। এ ছাড়া গত নির্বাচনে জেলার অপর তিনটি উপজেলার তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্যপদের প্রার্থীরা সমানসংখ্যক ভোট পাওয়ায় এসব ওয়ার্ডে পুনঃভোট গ্রহণ চলছে।
মামলার কারণে স্থগিত বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ১৯২ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ১১ হাজার চারজন ও পুরুষ ভোটার ১০ হাজার ১৮৮ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। মোট নয়টি কেন্দ্রের ৫৮টি কক্ষে ভোট গ্রহণ চলছে।
এ ছাড়া নয়জন প্রিসাইডিং অফিসার, ৫৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১১৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।
তিন ওয়ার্ডে ভোট নেওয়া প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ড, ঘাটাইল উপজেলার আনোহলা ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ড, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে গত নির্বাচনে প্রার্থীদের মধ্যে সমানসংখ্যক ভোট পড়ায় এ ওয়ার্ডগুলোতে পুনঃভোট গ্রহণ করা হচ্ছে।
ধনবাড়ী উপজেলার বানিয়াজানে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে সাধারণ সদস্যপদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক হাজার ৩৯ জন। নারী ভোটার ৫৬৪ ও পুরুষ ভোটার ৫৭৫ জন।
ঘাটাইল উপজেলার আনোহলা ইউনিয়ন পরিষদে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে সাধারণ সদস্যপদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার এক হাজার ৭৩৪ জন। নারী ভোটার ৮৮৪ জন ও পুরুষ ভোটার ৮৫০ জন।
এদিকে, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। এ সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কেন্দ্রে মোট ভোটার সাত হাজার ২০১ জন। নারী ভোটার তিন হাজার ৬৬০ জন ও পুরুষ ভোটার তিন হাজার ৫৪১ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন