টাঙ্গাইলে গৃহবধূকে এসিড নিক্ষেপ
পূর্বশত্রুতার জের ধরে টাঙ্গাইলে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করা হয়েছে। সোমবার ভোর রাতে বাসাইল উপজেলার নাহালী গ্রামে এ ঘটনা ঘটে।
এসিড নিক্ষেপের শিকার গৃহবধূর নাম আফরিনা নাসরিন। তিনি দিপু সিকদারের স্ত্রী।
আফরিনা নাসরিন জানান, সোমবার ভোর ৫টায় ঘুম থেকে উঠে তিনি টয়লেট করতে ঘরের বাইরে যান। টয়লেট শেষে ঘরে ফেরার পথে পেছন থেকে পাশের বাড়ির খোরশেদ আলম তার শরীরে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।
এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে এসে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ মনিরুল ইসলাম বিপ্লব জানান, আফরিনা নাসরিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার শরীরের প্রায় ১০-১২ শতাংশ এসিডে ঝলসে গেছে।
এদিকে, এসিড নিক্ষেপের ঘটনায় বাসাইল থানায় মামলা করেছে আফরিনার পরিবারের সদস্যরা। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন