টাঙ্গাইলে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকের চাপায় জহুরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য সিরাজগঞ্জের বলরামপুর গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন জহুরুল। ওই সেতুর আট নম্বর ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন