টাঙ্গাইলে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কবির হোসেন (২৫) নামের সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কবির উপজেলার ভোলারপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে এবং হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানা যায়, উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা খান ও পিচ্চি সোহেল গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় দ্বন্দ্ব নিরসনে শনিবার উভয়পক্ষ দলবল নিয়ে কলেজে সমবেত হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে কবির ও আবু বক্করের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কবিরের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
গোপালপুর থানা ওসি মুহাম্মদ আব্দুল জলিল জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন