টাঙ্গাইলে নতুন বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
নতুন বছরের প্রথম দিনেই টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া করাতিপাড়ায় এবং বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া করাতিপাড়া এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানের চালকসহ ৪ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়। তার নাম পরিচয় জানা যায়নি।
অপরদিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীসহ ২ জন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রেজাউল করিম (১৭) নামে এক কিশোর নিহত হন। সে বাসাইলের কামুটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
বাসাইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলুয়ার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো মামলা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন