টাঙ্গাইলে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপারে জীবনের ঝুঁকি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মহাসড়ক পারাপার হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলার এই ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান হলো গোড়াই উচ্চ বিদ্যালয়, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কুর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলো ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরপাশে অবস্থিত। ক্লাস শুরুর আগে এবং ছুটি শেষে নিরাপদে মহাসড়ক পারাপারে কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শতশত শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শহীদুর রহমান মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এছাড়া গত এক মাস আগে দেওহাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শিফাত ও ষষ্ঠ শ্রেণির ছাত্র সজীভ মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। গোড়াই ও দেওহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সূত্র জানান, দুর্ঘটনারোধ এবং নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের মহাসড়কে গতিরোধক নির্মাণ করা হয়েছিল। কিন্ত মহাসড়কে যানজট বিশেষ করে ঈদ মৌসুমে যানজট এড়ানোর জন্য সে গতিরোধকগুলো অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শতশত শিক্ষার্থী গত দুই বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। দেওহাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সেতু, স্বর্ণালী ও সঞ্চিতাসহ প্রমুখ শিক্ষার্থী জানায়, জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতিদিন মহাসড়ক পারাপার হতে হয়।
দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয় এবং কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে মো. খোরশেদ আলম, লুৎফর রহমান এবং আবু তাহের বলেন, তাদের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মহাসড়ক পারাপার হচ্ছে।
গোড়াই ইউপি সদস্য দেওহাটা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া বলেন, নিরাপদে মহাসড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরা সব সময় উদ্বিগ্ন থাকেন।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কাছে নিজের আশঙ্কার কথা জানান। ওসি বলেন, মহাসড়কের ওই স্থানগুলোতে নিরাপদে পারাপারের ব্যবস্থা না থাকায় যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা। এ ব্যাপারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন