টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী নাসির উদ্দিনের (২৪) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের জুন মাসে মধুপুর উপজেলার কাইতকাইত এলাকার মেসের আলীর ছেলে নাসির উদ্দিনের সঙ্গে প্রচারবাড়ী গ্রামের জিয়াউল হকের মেয়ে নুরজাহানের (২০) বিয়ে হয়। একই বছরের ২ সেপ্টেম্বর স্বামী নাসির যৌতুকের ২০ হাজার টাকা না পেয়ে নিজের স্ত্রী নুরজাহানকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে নাসির উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেন।
হত্যা মামলায় গ্রেফতারের পর নাসির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর নাসিরকে অভিযুক্ত এবং বাকি তিনজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে নাসিরের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন