টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) ও হেলপার সোহেল (২২)।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক (বগুড়া ট ১১-১৫২৪) মহাসড়কের ওই স্থানে এসে বিকল হয়। বিকল ট্রাকটি মেরামতের জন্য চালক শফিকুল ও হেলপার সোহেল ট্রাকের নিচে কাজ করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-০৭৮২) বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ওই ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন