টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের আবুল হোসেন (৫২) ও তার ছেলে শরীফ হোসেন (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা ও পুত্র হাঁটুভাঙা রোড থেকে রড কিনে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর পৌঁছালে তারা যানজটে আটকা পড়ে।
এ সময় সামনে থাকা পল্লীবিদ্যুতের খুঁটিভর্তি একটি ট্রাক হঠাৎ পেছনের দিকে আসলে রড ভর্তি ট্রাকের সামনের গ্লাস ভেঙে বিদ্যুতের খুঁটি ভেতরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চালকের পাশের আসনে বসা পিতা ও পুত্র চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে তাদের মৃত্যু হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন