‘টাচ’ আর করতে হবে না, ইঙ্গিতেই কথা শুনবে ফোন!

অঙ্গুলিহেলনেই হয়ে যাবে কাজ। ফোন বুঝে যাবে আপনার আঙুল কী বলতে চায়। অনেকটা ফোনের উপর হাত ঘুরিয়ে গিলি গিলি গে করার মতোই ব্যাপার। কীভাবে?
এক সময় ছিল কোয়ার্টি কি-প্যাড। তার পর এল টাচ স্ক্রিন। খুব বেশি দেরি নেই, টাচস্ক্রিনও হয়ে যাবে পুরনো। স্ক্রিনে আঙুল ঠেকাতেও হবে না, স্ক্রিনের উপরে আঙুলের চলন-বলন বুঝে নেবে আপনার ফোন আর টাইপ হয়ে যাবে আপনি যা লিখতে চাইছেন অথবা খুলে যাবে ফোল্ডার বা অ্যাপ।
কল্পবিজ্ঞান মনে হলেও এমনটাই ঘটতে চলেছে। সম্প্রতি মার্কিন পেটেন্ট অফিস থেকে স্বীকৃত হয়েছে অ্যাপেল-এর একটি বিশেষ প্রযুক্তির পেটেন্ট আবেদন। নতুন এই প্রযুক্তির নাম ‘প্রক্সিমিটি অ্যান্ড মাল্টিটাচ সেন্সর ডিটেকশন অ্যান্ড ডিমডিউলেশন’ টেকনোলজি।
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন অ্যাপেল-এর প্রযুক্তিবিদেরা। জানা গিয়েছে, ইনফ্রারেড এলইডি এবং ফোটোডায়োডের মাধ্যমে শুধু আঙুল নয়, হাতের চেটো বা অন্য যে কোনও বস্তু যা স্ক্রিনের খুব কাছাকাছি থাকবে তাকে সনাক্ত করবে এই বিশেষ প্রযুক্তি। ঠিক যেমন করে এখন আইফোন সেটগুলি ইনফ্রারেড প্রক্সিমিটি মডিউলের মাধ্যমে হেড ডিটেকশন করে ঠিক তেমন করেই এই নতুন প্রযুক্তি বুঝে নেবে আঙুল কী বলতে চায়।
ব্যাপারটা অনেকটা হ্যারি পটারের জাদুকাঠি বোলানোর মতোই। তবে এমন অভিনব জিনিসটি হাতে পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে আপনাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন