টানা তৃতীয়বার সর্বোচ্চ বেতনের ফুটবলার মেসি
চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হয়েছেন লিওনেল মেসি।
ফ্রান্স ফুটবল সাময়িকীর হিসেবে ২০১৪ সালে ছয় কোটি ইউরো বেতন পাওয়া বার্সেলোনার এই তারকা গত বছর পেয়েছেন ৭ কোটি ৪০ লাখ ইউরো।
২০১৪ সালের চেয়ে রোনালদো ১ কোটি ৩৪ লাখ ইউরো বেশি পেলেও মেসির চেয়ে পিছিয়ে আছেন তিনি; গত বছর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বেতন থেকে আয় ছিল ৬ কোটি ৭৪ লাখ ইউরো।
মেসির বার্সেলোনা সতীর্থ নেইমার ৪ কোটি ৩৫ লাখ ইউরো নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
২০১৪ সালেও মেসি, রোনালদো, নেইমার ছিলেন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
ফ্রান্সে ২০১৫ সালের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার পিএসজির আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া।
সর্বোচ্চ বেতন পাওয়া শীর্ষ ২০ খেলোয়াড়ের মধ্যে ১৪ জনই অনেক দিন ধরে ইউরোপের অন্যতম ধনী ক্লাবগুলোর একটি হিসেবে বিবেচিত পিএসজির।
এখানে কেবল খেলোয়াড়দের কর পূর্ববর্তী বেতন ধরা হয়েছে। বিভিন্ন ধরনের বোনাস আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ হিসেবে নেওয়া হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন