টানা ৩টি চার মেরে হ্যাটট্রিক করলেন মুশফিক

সৌম্য সরকারের পর সাজঘরে ফিরলেন সাব্বির রহমান। ইনিংসের সপ্তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ভুল শট খেলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিররেন তিনি। এরপর ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে ক্রিজে এসেই ভুবনেশ্বর কুমারের পঞ্চম ওভারের টানা ৩টি চার মেরে হ্যাটট্রিক করলেন মুশফিক। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের করা ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। দুই বল খেলে শূন্য রান করেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জ্যাসপ্রীত বুমরাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন