টানা ৯২ ম্যাচ খেলে মুশফিকের বিরল রেকর্ড

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে ও উইকেটের সামনে ব্যাট হাতে সমানভাবেই উজ্জ্বল তিনি। গত সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি পান মুশফিক। সে কারণে কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।
ছয় বছরেরও বেশি সময় পর এই প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডে ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম। ২০১০ সালের ১৫ জুলাই থেকে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টানা ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এই সময়ের মধ্যে মুশফিকুর রহিমই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ইনজুরি ছাড়া সব ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এতে তিনি ব্যাট হাতে রান করেছেন ৪১১৮। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৩টি হাফ সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া ওয়ানডেতে ১৭১টি ডিসমিসাল করেছেন তিনি। মুশফিকুর রহিম টেস্টে ৯২টি ও টি-টোয়েন্টি ৪৫টি ডিসমিসাল করেছেন। তিন ফরম্যাটেই বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে বেশি ডিসমিসালের মালিক তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন