টাম্পাকোর মালিকের বিরুদ্ধে এবার পুলিশের মামলা

টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে কারখানার মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলাটি করা হয়। টঙ্গী থানার উপপরিদর্শক অজয় চক্রবর্তী বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে কারখানার কর্মী নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারি বাদী হয়ে আট জনের নামে একটি মামলা করেন।
গেল ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধ্বসে পড়ে। এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।
এদিকে টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ সরানোর কাজ অব্যাহত রয়েছে। আজ ৯ম দিনের মত সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১০ নিখোঁজ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বসে যাওয়া ভবনের জঞ্জাল ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে। তবে ভবনের ভিতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ধ্বংস স্তুপ থেকে এখনো কোন মরদেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল। ধ্বংসস্তুপ এলাকায় জন সাধারণকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন