শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাম্পাকো বিস্ফোরণ: গ্রেপ্তার নেই এক মাসেও

গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসে আগুনের ঘটনায় দুটি মামলা হলেও কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এক মাসেও। অথচ ১৭ সেপ্টেম্বর নিজেরা মামলা করার পর গাজীপুরের পুলিশ প্রধান হারুন অর রশিদ বলেছিলেন, কারখানা মালিককে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।

দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক মালিকের গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই হুঁশিয়ারির কোনো ফল না দেখে হতাশা প্রকাশ করেছেন নিহত একাধিক শ্রমিকের স্বজন।

কেবল কারখানা মালিক যে গ্রেপ্তার হননি তা নয়, নিহতদের স্বজন বা আহতরা কোনো ক্ষতিপূরণও পাননি। এই অবস্থায় অনেক পরিবার গ্রামের বাড়ি ফিরে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

টাম্পাকোয় নিহত একজনের বাবা তার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘এতগুলো মানুষ মারা গেলো, শুরুতে কত ভালো ভালো কথা শুনছিলাম, কিন্তু তার তো কোনো ফল দেখছি না। কে জানে মালিক আবার বাইচ্যা যায় কি না।’

ইাম প্রকাশ না করার কারণ জানতে চাইলে এই ব্যক্তি জানান, মালিকপক্ষকে রুষ্ঠ করতে চান না তিনি। কারণ, সে ক্ষেত্রে হয়ত ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এই দুর্ঘটনা তদন্তে তিতাসের পক্ষ থেকে গঠন করা কমিটি এরই মধ্যে মালিকপক্ষের গাফিলতির প্রমাণ পেয়েছে। কারখানার ভেতর থাকা রাসায়নিক অনিরাপদভাবে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে গ্যাস বিতরণ সংস্থার কর্মকর্তারা।

ঘটনার পর থেকেই কারখানা মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন আত্মগোপনে যান। গত ১০ সেপ্টেম্বর আগুন লাগার পর পর একটি গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে কথা বললেও এরপর থেকে ফোনও বন্ধ রেখেছেন তিনি। দুর্ঘটনার পর কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একজন কর্মকর্তাকে আসার নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে তিনি সেদিন দুর্ঘটনাস্থলে যাননি।

টাম্পাকো বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আরও এক কর্মীর কোনা হদিস নেই। এই ঘটনার দুই দিন পর কারখানা মালিক সৈয়দ মকবুল হোসেনসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের। ১৭ সেপ্টেম্বর রাতে টঙ্গী মডেল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক অজয় চক্রবর্তী। এই মামলায় কারখানা মালিকসহ আসামি করা হয় ১০ জনকে।

একটি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সুমন ভক্ত বলেন, ‘জুয়েলের বাবার করা মামলার পর থেকে আসামিদের ধরতে বিভিন্ন অভিযান চালানো হয়েছে। আমরা আসামিদের লোকেশন জানার চেষ্টা করছি। আশা করি খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো।’

পুলিশের পক্ষ থেকে করা মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মালেক খসরু খান। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দুটি মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে টঙ্গী মডেল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোনাহর আলী ঢাকাটাইমসকে বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। এ সম্পর্কে পরে জানানো হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা