টার্গেট চীন-পাকিস্তান : রাফায়েলে পরমাণু অস্ত্র ভরছে ভারত
সম্প্রতি ফ্রান্স থেকে রাফায়েল কেনার চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। আর সেই রাফায়েল নাকি মোতায়েন করা হবে চীন আর পাকিস্তানের দিকে তাক করে। এমনটাই খবর প্রকাশিত হয়েছে চীনা সংবাদমাধ্যমে। পরমাণু অস্ত্র তথা নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম এই ফাইটার জেট ভারতের পরমাণু ক্ষমতা আরো খানিকটা বাড়িবে দেবে বলেও উল্লেখ করা হয়েছে চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমসে।
চুক্তি অনুসারে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত সরকার। নিরাপত্তা বাড়াতে আরো বেশি সংখ্যায় রাফায়েল বিমান কেনার সম্ভাবনা রয়েছে। রাফায়েলের মধ্যে থাকা মেটিওর মিসাইল ৩০০ কিলোমিটার যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, র্যামজেট ইঞ্জিনের জন্য মেটেওর আরো বিধ্বংসী। এই ইঞ্জিনের কারণে মেটেওর আকাশে আরো বেশি দ্রুত গতিতে চলতে পারে। জানা গেছে, দৃশ্যসীমার বাইরেও এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ১৫০ কিলোমিটার।
অন্যদিকে, কিছুদিন আগেই চীন ও ভারতের বিতর্কিত অংসে অর্থাৎ চীন সীমান্তে ব্রহ্মোস মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনা সৈন্যকে রুখতেই বসানো হচ্ছে এই অত্যাধুনিক ক্রুজ মিসাইল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল(এলএসি)-র ৪,০৫৭ কিলোমিটার জুড়ে চীনা সেনা ঘিরে ফেলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অরুণাচল প্রদেশ চীন সীমান্তের সবথেকে কাছের রাজ্য। তাই এই রাজ্য সবথেকে বেশি আশঙ্কায় থাকে। তাই অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের ৮৬৪ রেজিমেন্ট মোতায়েন করা হবে। একটা রেজিমেন্ট ৪ থেকে ৬টি ব্যাটারি ও ৩ থেকে ৪টি লঞ্চার অপারেট করতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন