‘টিউবলাইট-এ গান গাইছি, বাকিটা সালমান জানেন’

সালমানের জন্য আর কোনদিন গাই গাইবেন না অরিজিৎ। কিছুদিন আগে এমনই একটা খবর ছড়িয়েছিল বলিপাড়ায়। তবে সব জল্পনার অবসান করে দিলেন অরিজিৎ। তিনি জানিয়েছেন, সালমানের আগামী ছবি ‘টিউবলাইট’-এর জন্য গান গাইছেন তিনি।
সম্প্রতি অরিজিৎ বলেন, ‘হ্যাঁ, আমি ‘টিউবলাইট’-এর গানে কন্ঠ দেব। কিন্তু তারপর কী হবে, আমি জানি না। কিন্তু আমি গান গাইব। কারণ, কেউ আমার গান করা বন্ধ করতে পারে না।’
বেশ কয়েকবছর আগের এক অ্যাওয়ার্ড ফাংশনে চটি জুতা পরে যাওয়ার অপরাধে তার উপর রেগে রয়েছেন সালমান। সেই অনুষ্ঠানে ক্যাসুয়াল পোশাকে চলে যাওয়ায় সালমান নাকি নানা কথাও শুনিয়েছিলেন তাকে। কিন্তু এরপর নানা সময়ে নানাভাবে ক্ষমা চেয়েছেন অরিজিৎ। তাও নাকি মন গলেনি ভাইজানের। একের পর এক অরিজিৎ-এর গান বাদ দিয়ে যাচ্ছেন নিজের সিনেমা থেকে। এই অবস্থার সামাল দিতে গিয়ে জনসমক্ষে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।
তবে আপাতত গায়ক মনে করছেন, সালমান সমস্ত বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন বলে তার মনে হয় না। তিনি আরও বলেছেন, তাদের মধ্যে কোন খারাপ লাগা নেই। এ ধরনের ঘটনা সালমান খুব একটা পাত্তা দেন বলেও তিনি মনে করেন না। একই সঙ্গে জানান, এই বিতর্কের পর সালমানের সঙ্গে তার কথা হয়নি। কারণ সেই সুযোগ আসেনি। তবে আগামী দিনে সুযোগ পেলে তিনি অবশ্যই সালমানের সঙ্গে কথা বলবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন