টিউলিপ তনয়ার প্রথম ছবি টুইটারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মেয়ে আজেলিয়ার প্রথম ছবি এসেছে টুইটারে।
টিউলিপের স্বামী ক্রিস পার্সি সোমবার তাদের প্রথম সন্তানের এই ছবি প্রকাশ করে সবার শুভেচ্ছার জবাবে লিখেছেন, “আমি আর টিউলিপ আপনাদের শুভকামনায় অভিভূত। ধন্যবাদ। এটা টুইটারে আজেলিয়ার প্রথম ছবি।”
শনিবার এক টুইটেই নিজের প্রথম সন্তানের জন্মের খবর জানান বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।
৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদ ব্রিটিশ পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন।
নিজের নামের মতোই ফুলের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখবেন বলে ভেবেছিলেন টিউলিপ। এ কারণেই মেয়ের নাম রেখেছেন আজেলিয়া, আজেলিয়া জয় পার্সি।
২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সির সঙ্গে বিয়ে হয় টিউলিপের। পরের বছর মে মাসে সাধারণ নির্বাচনে পার্লামেন্ট সদস্য হন তিনি।
লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান।
এছাড়া নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন