টিকটিকির উপদ্রব কমাবে ডিমের খোসা!
ডিমের খোসা আমরা সাধারণত ডাস্টবিনে ফেলে দেই। কিন্তু এই ডিমের খোসার কিছু আশ্চর্যজনক ব্যবহার রয়েছে। বিশেষ করে ঘরে টিকটিকির উপদ্রব দূর করবে ডিমের খোসা। এ ছাড়াও রয়েছে আরও অনেক অজানা উপকারীতা, যা জানলে আপনি খোসা ফেলা বাদ দিয়ে জমিয়ে রাখতে ব্যস্ত থাকবেন।
ডিমের খোসার সেরকম কিছু ব্যবহার তুলে ধরা হলো-
১. টিকটিকি ও বিভিন্ন ধরণের প্রাণীর ডিম ও বিষ্ঠা থেকে রক্ষা পাবার জন্য ডিমের খোসা ব্যবহার করতে পারেন। যে সকল স্থানে টিকটিকির প্রকোপ বেশি সে সকল স্থানে ডিমের খোসা ছিটিয়ে রাখুন। তাহলে এ সকল প্রাণী থেকে রক্ষা পাবেন।
২. প্রথমে গরম পানি দিয়ে ডিমের খোসা ভাল করে ধুয়ে নিন। এরপর তা রোদে শুকিয়ে নিন। এবার পাউডারের মতো গুঁড়া করে নিন এবং একটি ভাল পাত্রে রেখে দিন। খেয়াল রাখবেন এর ভেতর যেন কোনো বাতাস যাওয়া-আসা করতে না পারে। এটি ক্যালসিয়াম পাউডার হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন। আপনার যদি এই খাবারে কোনো সন্দেহ থাকে তাহলে আপনার পোষা প্রাণীর খাবারে এই গুঁড়া যুক্ত করে দেখতে পারেন। এটি শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম পূরণ করতে কার্যকরী ভূমিকা পালন করে।
৩. এটি প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক হিসেবেও কাজ করে। কোনো স্থানে কেটে গেলে ডিমের খোসা মলম হিসেবে ব্যবহার করতে পারেন।
৪. ডিমের সাদা অংশ নাক ও তার আশে পাশে লাগিয়ে রেখে ব্ল্যাক হেডস দূর করা যায়।
৫. তেমনি নখ দিয়ে নাকে না খুটে আপনি ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এর ধারালো কোণ সহজেই ব্ল্যাক হেডস বের করে আনতে পারে।
৬. শামুক ও পিঁপড়ার প্রকোপ থেকে আপনার বাগানকে রক্ষা করার জন্য ডিমের খোসা গুঁড়া করে ছিটিয়ে রাখতে পারেন। এতে আপনার বাগানের গাছপালা পোকামাকড় থেকে রক্ষা পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন