টিজারের পর এবার ‘ডানা কাটা পরী’ (ভিডিওসহ)

টিজারের পর এবার ইউটিউবে প্রকাশিত হলো জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি ‘রক্ত’র একটি গান। আজ শনিবার রাত ৮টায় ‘ডানা কাটা পরী’ শিরোনামে এই ছবির একটি গান প্রকাশিত হলো। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান এটি। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত এই ছবিটি। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শুটিং চলাকালে ‘রক্ত’ নিয়ে পরীমণির একাধিক বক্তব্য মিডিয়াতে এসেছে। সেখানে তিনি বলেছেন, ”মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি শরীরের রক্তও ঝরে তারপরও পিছু টান দিবো না।” ফলে ছবিটা কেমন হবে, তার বক্তব্য থেকে একটা আঁচ পেয়েছেন ভক্তরা।
গান প্রকাশ নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘কিছুক্ষণ আগে ইউটিউবে প্রকাশিত হলো ‘ডানা কাটা পরী’ গানটি। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের ‘পরী’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আশাকরি বিগ বাজেটের এই আইটেম গানটি সবার ভাল লাগবে।’ গানটিকে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান দাবি করে জাজ ইতিমধ্যে জানিয়েছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ ছবিটি ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন