টিপিপি বাতিলের ঘোষণা : ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) ট্রেড ডিল’ বাতিলের ঘোষণা দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশ সুবিধা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা রিপোটার্স প্রোগ্রামের প্রশ্নোত্তরে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, কানাডা ও মেক্সিকোসহ ১২টি দেশ ২০১৫ সালে টিপিপি ট্রেড ডিল করে, যদিও ওই চুক্তি এখনও সবগুলো দেশের অনুসমর্থন পায়নি।
এই চুক্তির ফলে বিশ্ববাণিজ্যের ৪০ শতাংশের নিয়ন্ত্রক এই দেশগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনাশুল্ক সুবিধা পাবে। এর ফলে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে, যেখানে বাংলাদেশকে একই পণ্যের জন্য প্রায় ১৬ শতাংশ শুল্ক দিতে হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিলের মধ্যে থাকা বাংলাদেশ এই টিপিপি চুক্তির ফলে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বাজার হারানোর শঙ্কায় গত বছর ওয়াশিংটনে টিকফা বৈঠকে চুক্তিটির ব্যাপারে নিজেদের উদ্বেগ জানায়।
এই টিপিপি বাতিলের ঘোষণা দেওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আমি অবশ্যই তাকে (ট্রাম্পকে) অভিনন্দন জানাই। একবার টিপিপি বাস্তবায়ন হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ”
বর্তমান ওবামা প্রশাসন শ্রম ইস্যুতে ‘আমাদের প্রতিনিয়ত চাপ’ দিচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী বাংলাদেশের জন্য ভালো হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা জানি কে নতুন শ্রমমন্ত্রী হচ্ছেন। আমি জানি তিনি আমাদের জন্য ভালো হবেন। ”
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে তার শ্রমমন্ত্রী হিসেবে ফাস্ট ফুড ফ্যাঞ্জাইজি হার্ডিজ অ্যান্ড কার্লস এর প্রধান নির্বাহী অ্যান্ড্রু এফ পুজডারের নাম ঘোষণা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন