টিভিতে আদর্শ বউ হলেও বাস্তবে উল্টো!

টেলিভিশন জগতের অভিনেত্রীরা ছোট পর্দায় নিজেদের গ্ল্যামার অবতার লুকিয়ে সংস্কারী ও ঘরোয়া রূপই দেখিয়েছেন। কিন্তু পর্দার পেছনে এ অভিনেত্রীরা বলিউড অভিনেত্রীদেরও গ্ল্যামারে জোরদার টক্কর দিতে পারেন।
সম্প্রতি ছুটিতে গিয়ে বিকিনি পরার জন্য সোশাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছে অনস্ক্রিন দেবী পার্বতী ওরফে সোনারিকাভাদোরিয়াকে। অনেকে বলছেন, সোনারিকা নাকি হিন্দু আবেগে ধাক্কা দিয়েছেন। দেবী পার্বতী হয়েও কীভাবে কুরুচিকর পোশাকপরতে পারেন এই প্রশ্নও তুলেছেন অনেকে।
যদিও সোনারিকার সাফ জবাব, সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা চরিত্রাভিনেতা। চরিত্র অনুযায়ী অভিনয় করি। পর্দায়আমাদের যেভাবে দেখা যায় আমরা তা মোটেই নই। এই সত্যটা মানুষকে গ্রহণ করতে হবে। নিচে টেলিভিশনে আদর্শ বউমাদেরকিছু ছবি দেওয়া হলো :
সোনারিকা ভদোরিয়া:টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক দেবো কে দেব মহাদেব এ ভগবান শিবের স্ত্রী পার্বতী হিসাবে তাঁকে দেখা যায়। সম্প্রতি তাঁরবিকিনি পরা ছবি সোশাল মিডিয়ায় আসতেই তোপের মুখে পড়তে হয় সোনারিকাকে।
নেহা মারদা:টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক বালিকাবধূ’র গহনার চরিত্রে অভিনয় করছেন নেহা। পর্দায় যেখানে শুধু ঘাঘরা চোলি, ভারি গহনায় দেখা যায় তাঁকে, ছুটির মেজাজে আসল নেহা কিন্তু একেবারে আলাদা। তাঁর এই ছবিই তা বলে দিচ্ছে।
মৌনি রায়:টেলিভশনের স্টাইল ডিভা মৌনি রায়। কিউ কি সাঁস ভি কভি বহু থি ধারাবাহিক দিয়ে টেলিভিশনে সবার নজরে পরার শুরু। এখন তো নাগিন এর দৌলতে ঘরে ঘরে পরিচিত এই বঙ্গতনয়া। সিরিয়ালে সারাক্ষণ শাড়ি পড়লেও আসল জীবনে শাড়ির ধার কাছ দিয়ে ঘেঁষেন না মৌনি। বিশেষ করে ছুটির মেজাজে থাকলে তো নয়ই।
কারিশমা তন্না: করিশমাকে সেভাবে ছোট পর্দায় সংস্কারী বউমা হিসাবে দেখা না গেলেও বিকিনি চেহারেতেও খুব একটা দেখা যায় না। তবে, বলতে বাধা নেই, বিকিনিতে লাস্যময়ী করিশমা।
অনিতা হসনন্দানি:টেলিভিশনের আরও এক জনপ্রিয় বউমা হলেন অনিতা। সম্প্রতি ইয়ে হ্যায় মহব্বতে ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। সিরিয়ালে শুধু শাড়ি পরলেও অনিতার এই সাদা-গোলাপি বিকিনি অনেকেরই রাতের ঘুম কাড়তে পারে।
সারা খান:শশুরাল সিমর কা ধারাবাহিকে ইচ্ছাধারী নাগিন সারা। হলিডে ডেস্টিনেশনে বিকিনি ছাড়া যানই না সারা।
কবিতা কৌশিক:ড. ভানুমতি অন ডিউটি মোটেই ডিউটিতে নেই। বরং একেবারে ছুটির মেজাজে। আর তাই তো দেশি অবতার ছেড়ে একেবারে বিকিনি লুকে কবিতা।
রশনি চোপড়া:রশনি একেবারে ফিটনেস ফ্রিক বলতে যা বোঝায় আর কি। প্রত্যেক দিন যোগব্যায়াম অভ্যাস করেন তিনি। তার ফল তো এই ছবিতে দেখাই যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন