টিভির সময় কেড়ে নিচ্ছে স্মার্টফোন ও ইন্টারনেট
ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে টিভি দেখার হার। যুক্তরাষ্ট্রের দর্শকদের ওপর চালানো নতুন এক জরিপের ফলাফলে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা নিয়েলসন।
জরিপ বলছে, মার্কিনিরা এখন টিভি দেখার সময়ও স্মার্টফোনের স্ক্রিনে নজর রাখছেন। অর্থাৎ টিভির সময়টাও নিয়ে নিচ্ছে স্মার্টফোন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করা হয়েছে।
জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে যারা স্মার্টফোন, ট্যাবলেট, স্ট্রিমিং বক্স ও গেমিং কনসোল ব্যবহার করেন তাদের মধ্যে এই প্রবণতা দিন দিন বাড়ছে। টিভি দেখার বদলে দিনের বেশির ভাগ সময় বিভিন্ন ডিভাইসের দিকে তাকিয়ে সময় কাটছে তাদের।
শুধু টিভি নয়, রেডিও এবং কম্পিউটার ব্যবহারের পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। আবার অনেকেই রয়েছেন যাঁরা টিভিতে অনুষ্ঠান না দেখলেও ইন্টারনেটের মাধ্যমে মোবাইলেই তাদের প্রিয় অনুষ্ঠানগুলোর ভিডিও দেখে নেন। এ কারণেও টিভি সেটের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্রে।
নতুন এই জরিপ সম্পর্কে নিয়েলসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্লেন এনোচ বলেন, ‘এটা এখন পরিষ্কার যে মোবাইল ডিভাইসের ব্যবহার বৃদ্ধির একটা প্রভাব রয়েছে। এই প্রভাব সামগ্রিক।’
জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে গত এক বছরে টিভির দর্শক কমেছে ১০ শতাংশ। শুধু ভিডিও নয়, অনেকেই এসব ডিভাইসে গেম খেলে প্রচুর সময় ব্যয় করেন। কিশোর এবং তরুণদের মধ্যে এই প্রবণতা আরো বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন