টিম ম্যানেজমেন্টের সতর্কতা, একটি ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞার বার্তা পাবেন সাব্বির। বিন্তু কেন ?
সাব্বির রহমানকে আচরণ সংযত করতে বলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ আর ১ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই যে নিষেধাজ্ঞার খড়গে পড়ে যাবেন হার্ড হিটার এই ব্যাটসম্যান!
গত ২২ সেপ্টেম্বর নতুন একটি নিয়ম চালু করেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পেলে সেটি রূপান্তরিত হবে ২ নিষেধাজ্ঞা পয়েন্টে। এর ফলে এক টেস্ট কিংবা ২টি ওয়ানডে বা ২টি টি-টোয়েন্টি নিষিদ্ধ হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে।
গত ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ার শরফুদৌলার এলবিডব্লিউয়ের একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ২ ‘ডিমেরিট’ পয়েন্ট পেয়েছিলেন সাব্বির। এরপর গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর উদযাপনের সময় ‘মাত্রা’ ছাড়িয়ে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা।
আইসিসির আচরণবিধির ভঙ্গের জন্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বিরের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাটলারকে করা হয়েছে তিরস্কার। শাস্তির পাশাপাশি তিনজনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ‘ডিমেরিট’ পয়েন্ট।
অর্থাৎ সাব্বিরের নামের পাশে এখন ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট। আগামী ২৪ মাসে আর ১ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞার খড়গে পড়বেন তিনি। আর এই নিষেধাজ্ঞা এড়াতে সাব্বিরকে তার আচরণ সংযত করতে বলেছে টিম ম্যানেজমেন্ট।
এ ব্যাপারে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ক্রিকইনফোকে বলেছেন, ‘নিষেধাজ্ঞায় পড়ার যে ঝুঁকিতে সে আছে, সেটি ইতিমধ্যেই তাকে বলেছি আমরা। সে জানে এখন তার অবস্থান কোথায়। শেষ ম্যাচের ঘটনার পর আমি মনে কর, উদযাপনে ওর আরো পরিমিত হতে হবে। ওই ঘটনায় যা করেছে তা এড়িয়ে চলতে হবে। সে অবশ্যই উদযাপন করবে, তবে সেটা যেন সীমা লঙ্ঘন না করে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন