টি২০ বিশ্বকাপে ‘অনিশ্চিত’ পাকিস্তান!
ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে পাকিস্তান অংশ নিচ্ছে— এমন খবর রটেছিল গণমাধ্যমে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এমন তথ্যকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। এখনো বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার শাহরিয়ার খান বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর এখনো ভারতে দল পাঠাতে আমাদের অনুমোদন দেয়নি। যদি আমরা দল না পাঠাই তাহলে আইসিসিকে জরিমানা দিতে হবে।’
মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে পাকিস্তান বিলম্ব করছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর, পাকিস্তানকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন।
তবে পাকিস্তান এখনো নিরাপত্তা নিয়ে ভাবছে জানিয়ে ৮১ বছর বয়সী পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি আমাদের বোর্ডকে হুমকি দিয়েছে, কিংবা প্রধানমন্ত্রী দল পাঠাতে অনুমোদন দিয়েছেন— এর কোনোটাই সত্য না। আমরা সরকারের কাছে অনুমোদনের জন্য পরামর্শ চেয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমাদের শীঘ্রই জানাবে।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ রয়েছে, ১৯ মার্চ ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এবার ভারতের ৮টি ভেন্যুতে ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পুরুষদের ৩৫টি ও প্রমীলাদের ২৩টিসহ মোট ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ দিনের এ টুর্নামেন্টে টি২০ ক্রিকেটে পুরুষ ও মহিলা ক্রিকেটের সেরা দল চ্যাম্পিয়নের মুকুট পরবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন