টি২০ বিশ্বকাপ : এবার পারবে কি অস্ট্রেলিয়া?

আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম রেকর্ডই আছে অস্ট্রেলিয়ার যা এখন পর্যন্ত অর্জিত হয়নি। এর মধ্যে অন্যতম টি২০ বিশ্বকাপের শিরোপা। ওয়ানডেতে বর্তমান বিশ্বসেরার সাথে সম্প্রতি যোগ হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি। ছোট ফর্মেটে অন্যতম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও এখনো বিশ্বকাপে সুস্পষ্ট ফেবারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি।
ফিটনেসের কারণে নিয়মিত অধিনায়ক এ্যারন ফিঞ্চের খেলা নিয়ে সংশয় দেখা দেয়ায় স্টিভ স্মিথের ওপরই পড়েছে বিশ্বকাপের দলে নেতৃত্ব। আর ছোট ফর্মেটের দায়িত্ব পেয়েই স্মিথ বলেছেন এই শিরোপাটা এখনো পাওয়া হয়নি। ভারতের কন্ডিশনে সফরটা বেশ কঠিন হবে। কিন্তু আমি বিশ্বাস করি এবারের দলটি যেকোন দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারে।
ব্যক্তিগত অর্জন ছাপিয়ে পুরো দলের অর্জনই স্মিথকে নানাভাবে সমৃদ্ধ করেছে। কিন্তু দেশের বাইরে এ্যাশেজ ও টি২০ বিশ্বকাপ থেকে সম্প্রতি কোনো কিছু পায়নি অস্ট্রেলিয়া। আর তাই স্মিথ মনে করেন অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টগুলোতে দলকে কিছু দেবার সময় এসেছে।
বেশ কিছুদিন যাবত অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে সমস্যা বেশ বড় হয়ে দেখা দিয়েছিল। যদিও সম্প্রতি শেন ওয়াটসন ও উসমান খাজা নিজেদের প্রমাণ করেছেন। তবে ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চকে নিয়ে সাজানো উদ্বোধনী জুটির ওপরই দলীয় ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা ছিল। এখন ফিঞ্চের অনুপস্থিতিতে দলীয় লাইন-আপ কী হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন স্মিথ। তবে দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং বিশ্বকাপের মতো বড় আসরে তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে আছেন বলেই স্মিথ আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন