টি-টোয়েন্টিতে নতুন মুখ সাইফুদ্দিন

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের চমক ছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশে ফিরে গেলেও ওয়ানডে সিরিজের জন্য আবার শ্রীলঙ্কায় উড়িয়ে আনা হয়েছিল ডানহাতি এই অলরাউন্ডারকে। এবার টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আরেক তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
আগামী ৪ ও ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল। সেখানেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। দুই স্পিনার মিরাজ ও সানজামুল ইসলামও আছেন টি-টোয়েন্টি দলে। টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়েছেন রুবেল হোসেন, শুভাগত হোম ও তাইজুল ইসলাম।
গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে খেলেছিলেন সাইফুদ্দিন। সেখানে নয় ম্যাচে তিনি নিয়েছিলেন ৯টি উইকেট। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। চট্টগ্রাম বিভাগের হয়ে ২৩টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন সাইফুদ্দিন। সেখানে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৮৩৩ রান। বল হাতে নিয়েছেন ৪৮ উইকেট। ডানহাতি পেসের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটিংয়েও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে সাইফুদ্দিনের।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন