টি-টোয়েন্টিতে নেই অশ্বিন-জাদেজা, ফিরলেন রায়না

গতকালই টানা জয়ের পর হারের মুখ দেখে ভারত। রোমাঞ্চকর ম্যাচে জিততে জিততেও জেতা হয়নি কোহলির দলের।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৫ রানে হারে দলটি। এর আগে টেস্টে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারানোর পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
এদিকে ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি লড়াই। এর আগে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়েছে তারা।
এ দুজনের পরিবর্তে লেগস্পিনার অমিত মিশ্র ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা পারভেজ রসুলকে দলে নেওয়া হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন আশীষ নেহরা ও সুরেশ রায়নাও। গত বছর টি-টোয়ন্টি বিশ্বকাপের পর দল থেকে ছিটকে পড়েন এ দুই তারকা ক্রিকেটার। ২৬ জানুয়ারি কানপুরে শুরু হবে দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
ভারতীয় টি-টোয়েন্টি দল:
কেএল রাহুল, মনদীপ সিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ঋশব পান্ট, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্র, পারভেজ রসুল, যুবেন্দ্র চাহাল, মনীশ পান্ডে, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও আশীষ নেহরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন