টি-টোয়েন্টিতে মিরাজের অভিষেক

এবার টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে আছেন মিরাজ। তাসকিন আহমেদের পরিবর্তে আজ তাকে একাদশে নেয়া হয়েছে।
মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৮৯ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার একটি হাফ সেঞ্চুরি রয়েছে। লঙ্গার ভার্সনের ক্রিকেটে তিনি এখন পর্যন্ত নিয়েছেন ৩৫টি উইকেট।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত তিনি তিনটি ম্যাচ খেলে বল হাতে চারটি উইকেট নিয়েছেন। এই তিন ম্যাচের মধ্যে তিনি এক ম্যাচে ব্যাট করার সুযোগ পান। ওই ম্যাচে তিনি করেন ৫১ রান।
টেস্ট অভিষেকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মিরাজ ঝুলিতে পুরেন ১৯টি উইকেট। নির্বাচিত হন সিরিজ সেরাও। মিরাজের ওয়ানডে অভিষেক হয় হঠাৎ করেই। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক পড়ে তাঁর। প্রথম ম্যাচেই আলো ছড়ান তিনি। ১০ ওভার বল করে ৪৩ রান খরচায় নেন ২টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন