টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলকে টপকালেন সাকিব

আবারও টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১৫ সালের ডিসেম্বরে রবীচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। সাকিবই দখল করলেন তার শীর্ষস্থানটা।
টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। আর অশ্বিনের ৪৩৪। সর্বশেষ গত ২৪ জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৮২, আর সাকিবের ৪৪৩।
সেই হিসেবে রেটিং পয়েন্টে সাকিবও দুই পিছিয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে পরবর্তী তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, মিশেল স্টার্ক ও বেন স্টোকস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এর মধ্য দিয়ে সাকিব নিজের ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এক সাথে ক্রিকেটের তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করলেন। আগে থেকেই সাকিব ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এবার টাইগার সাকিব টপলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৮। আর ম্যাক্সওয়েলের ৩৮৮।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন