টি-টোয়েন্টি উপভোগ করে খেলতে হয় : মাশরাফি
হঠাৎ করেই সময়টা ভালো যাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখন জয়ের সূর্য মুখ তুলে তাকায়নি তার দিকে। অথচ গড়পড়তার দল নিয়ে গত আসরের চ্যাম্পিয়ন তারা। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে সাফল্য পেতে হলে তাকে উপভোগ করতে হয়। এমনটাই ধারণা মাশরাফির।
বৃহস্পতিবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দলের অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘আমি তো সব সময়ই মনে করি টি-টোয়েন্টি উপভোগ করা উচিত। এই খেলাটা এমনই। সবাইকে আনন্দ দেওয়ার জন্যই এই খেলাটা এসেছে। যখন দল হারে খেলোয়াড় হিসেবে তো খারাপ লাগবেই। যদি কেউ পারফরম্যান্স না করে তাহলে তার খারাপ লাগাটা তো স্বাভাবিক। কিন্তু আপনি এই খেলাটা যত উপভোগ করতে পারবেন, এই খেলাটা ততটাই সহজ।’
তবে টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়কে বিবেচনা করা কঠিন বলে মনে করেন মাশরাফি। কারণ এখানে প্রতি মুহূর্তেই আক্রমণ করে খেলতে হয়। তবে উপভোগ করে খেললেই নিজেদের উপর চাপ কমানো যায় বলে মনে করেন মাশরাফি। গত আসরের শিরোপা ধরে রাখার মিশনেই মাঠে নেমেছিলেন তারা। কিন্তু শুরুতেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যোজন যোজন পার্থক্য। তবে একটা জয়ই বদলে তাদের বলে ধারণা করছেন অধিনায়ক।
‘এখানে ব্যাটসম্যানদের বিচার করা খুব কঠিন। সেই সঙ্গে বোলাররাও। কেননা ব্যাটসম্যানরা সব সময় হিট করতে চায়। আমি মনে করি যত উপভোগ করা যায়, নিজের থেকে যত চাপ কমানো যায় তত খেলাটাও সহজ হয়। অনেক প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে এখন হয়তো সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। হয়তো বা একটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে হয়তো ভিন্ন চিত্র হতে পারে। এই মূহেুর্তে একটা জয় পেলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যেত। এই মুহূর্তে যেটা কঠিন মনে হচ্ছে।’
টানা চার ম্যাচের চারটিতেই হার। তাই ছন্দে ফেরার জন্য দলের মধ্যে অদল বদল আসা তো স্বাভাবিক। সেই সঙ্গে পরিকল্পনাতেও। তবে পারফরম্যান্সই মূলমন্ত্র বলছেন অধিনায়ক, ‘নতুন কিছু করার তো আসলে কিছু নেই। যারা আছে তারা যদি পারফরম্যান্স না করে তাহলে নতুন কিছু দিয়ে তো আর হবে না। যারা আছে তারা যদি পারফরম্যান্স করে তাহলে হয়তো সবার কাছে মনে হবে নতুন কিছু হয়েছে। সত্যি কথা বলতে এখানে নতুন কিছু করার আসলে কিছু নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন