টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ
আগামী বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর এটি। ২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের এ আসর বসেছিল বাংলাদেশে। চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
র্যাঙ্কিং অনুযায়ী আইসিসির শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বা সুপার টেন খেলবে। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ড।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। প্রথমবারের মত ওমান বিশ্বকাপে খেলছে। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের সঙ্গে খেলবে স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান।
দুই গ্রুপ থেকে দুই শীর্ষ দল সুপার টেনে খেলবে। গ্রুপ ‘এ’র শীর্ষ দল খেলবে গ্রুপ-২ এ। সুপার টেনে গ্রুপ-১ এ রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
বাংলাদেশ টুর্নামেন্টের শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। প্রথম পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এ দুই দলকে দুর্ধর্ষ বলা চলে। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হারের তিক্ত স্বাদ রয়েছে বাংলাদেশের। অন্যদিকে নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডকে চট্টগ্রামে হারিয়েছিল ৪৫ রানে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ছয় রানে হেরে গিয়েছিল তারা।
এ দুই দলকে টপকে সুপার টেনে খেলতে পারলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দুই প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৯ মার্চ বিকেলে ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১১ মার্চ ও ১৩ মার্চ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। দুটি ম্যাচই রাতে অনুষ্ঠিত হবে।
এবারের আসরে পুরুষ ক্রিকেট দলের ম্যাচ হবে ৩৫টি। নারী ক্রিকেট দলের ম্যাচ হবে ২৫টি। প্রথমবারের মত পুরুষ ও নারী ক্রিকেট দলের ম্যাচ একই ভেন্যুতে হবে। শুক্রবার দুপুর ২টায় মুম্বাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন