টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ছয়টি দল বাংলাদেশের সঙ্গী
আগামী বছরের ১১ মার্চ থেকে ভারতে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই আসরে মোট অংশ নিবে ১৬টি দল। এ দলগুলো হচ্ছে, আইসিসির পূর্ণ সদস্য ১০ দল।
আর আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ার পর্ব থেকে উঠে আসা ৬টি দল। এই ছয়টি দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। দলগুলো হচ্ছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, হংকং, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও ওমান।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে দুই গ্রুপে ভাগ হয়ে এই ছয়টি দল বিশ্বকাপের প্রথম পর্বে খেলবে। এখান থেকে সেরা দুটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
মূল পর্বে, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা আটটি দল অংশ নিবে।
এ দলগুলো হলো, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এখন আইসিসি ওয়াল্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ার আসর অনুষ্ঠিত হচ্ছে। এটি এখনও শেষ না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে ছয়টি দল নিশ্চিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন