টি-টোয়েন্টি মিশন শুরু সাকিবদের

নেলসন পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন নেপিয়ারে। আজ রোববার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় ভাড়া করা একটি বিমানে নেলসন ছাড়ে দল। আগামী পরশু (মঙ্গলবার) নেপিয়ারের ম্যাকলিন পার্কে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পরিবার নেলসন থেকেই সঙ্গী হয়েছে তাদের।
নেপিয়ারে আসছেন সাকিব আল হাসানের স্ত্রীও। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই।
এদিকে, দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী, বাংলাদেশ দল দারুণভাবে ফিরে আসবে। ফিরে আসার সুযোগ রয়েছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ০৩ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ০৬ জানুয়ারি সকাল ৮টায় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ ০৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে।
১২ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশের সফর সমাপ্ত হবে। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন