টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি-টোয়েন্টি ছাড়াও একটি ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।
এতদিন আইসিসির অন্যান্য সহযোগীদের সঙ্গে সিরিজ খেললেও এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আফগানরা।
টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মোহাম্মদ নবী ও রশিদ খানদের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই দল সাজিয়েছে আফগানিস্তান।
আগামী ১১ মে ভারত সফর করবে আফগানিস্তান দল। সেখানে ১৫ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে আফগানরা। আগামী ২ জুন শুরু হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। আর ৯ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: আসগার স্টানিকজাই, নুর আলী জাদরান, জাভেদ আহমাদী, উসমান গনি, মোহাম্মদ নবী এসাখেল, সামিউল্লাহ শেনওয়ারি, নাজীব জাদরান, গুলবদীন নায়িব, রশিদ খান আরমান, শফিকুল্লাহ শফিক, শাহপুর জাদরান, আমির হামজা, ফরিদ মালিক, করিম জানাত ও দৌলত জাদরান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন