টুইটারেও ‘জনপ্রিয় গীতিকার শাকিরার’ বাজিমাত!
জনপ্রিয় গীতিকার, সুরকার ও নৃত্যশিল্পী শাকিরার ভক্ত-অনুসারীর সংখ্যা সারা বিশ্বেই আছে। ১০২ মিলিয়নের বেশি লাইক নিয়ে সবার ওপরে রয়েছে তার ফেসবুক পেজ। এবার তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও।
টুইটারে শাকিরার ফলোয়ারের সংখ্যা ৩৫ মিলিয়ন ছাড়িয়েছে। এতে তিনি বেশ উচ্ছ্বসিত।
শাকিরা টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, টুইটারে বর্তমানে আমার ভক্তের সংখ্যা ৩৫ মিলিয়ন। আর এজন্য প্রথমেই আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাই। ভক্তদের ভালোবাসায় আমি সিক্ত, আমার খুবই ভালোলাগে যখন আমি আমার ভক্তদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন শুভেচ্ছা বার্তা পেয়ে থাকি।
ঠিক কিভাবে আমার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তা আমার জানা নেই, তবে আমিও আমার ভক্তদের তাদের মতো করেই ভালোবাসি। আজ আমি আমার ভক্তদের জন্যই এই অবস্থাতে পৌঁছাতে পেরেছি।
শাকিরা এ পর্যন্ত দু’বার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। এমনকি তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। আর বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রীত শিল্পী।
এছাড়াও শাকিরা দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী, যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন