টুইটারের শীর্ষ পাঁচে মাশরাফিরা
গত দেড় বছরের ধারাবাহিক পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে নতুন করে চিনিয়েছে বাংলাদেশকে। বিদেশের মাটিতেও সমান জনপ্রিয়তা পাচ্ছে দলটি। জনপ্রিয়তার প্রমানটা জানান দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলাফল নিজেদের পক্ষে না গেলেও টুইটারে জনপ্রিয়তার মাপকাঠিতে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
টুইটারে উল্লেখ করা শীর্ষ পাঁচটি দেশের টুইটার আইডির মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অফিশিয়াল টুইটার আইডি। এ তালিকার প্রথমে রয়েছে ভারত, দ্বিতীয়তে আছে পাকিস্তান, এর পরেই আছে বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজ, আর রানার্সআপ দল ইংল্যান্ড আছে চার নম্বরে, এরপরেই আছে বাংলাদেশ ক্রিকেটের অফিশিয়াল টুইটার আইডি।
এছাড়া আর এক হিসেবে বাংলাদেশ টুইটারের শীর্ষ পাঁচে আছে। বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছড়িয়েছে টুইটারে। এ তালিকায় এক নম্বরে আছে ভারত-পাকিস্তান ম্যাচ। এ ম্যাচ নিয়েই টুইটারে সবথেকে বেশি আলোচনা হয়েছে। তারপরেই রয়েছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ।
এরপরে রয়েছে সেমিফাইনালের ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি। চারে রয়েছে বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি। আর পাঁচে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি।
তাছাড়া আফ্রিদিকে ছক্কা মেরে ধোনি ম্যাচ জেতানোর সময় এক মিনিটে সাড়ে ১২ হাজার টুইট পড়েছিল। কার্লোস ব্র্যাথওয়েট বেন স্টোকসকে টানা চারটি ছক্কা মারার পর মিনিটে সাড়ে ১৪ হাজার টুইট করেছিল টুইটারবাসী। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি। সে ম্যাচে ভারত জেতার পর মিনিটে প্রায় ১৬ হাজার টুইট জমা পড়েছিল টুইটারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন