টুইটারে রেকর্ড গড়ল ভারত-পাকিস্তানের ফাইনাল
টুইটারে রেকর্ড গড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। ভারত-পাকিস্তানের এই ম্যাচ চলাকালে বিশ্বজুড়ে ১৮ লাখ টুইট হয়েছে। কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচে টুইটারের হিসেবে এটা রেকর্ড। এর আগে কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলাকালে এতো বেশি টুইট হয়নি।
টুইটারের হেড অফ স্পোর্টস পার্টনার শীপের এশিয়া প্যাসিফিক অনীশ মাদানি বলেছেন, টুইটারে ক্রিকেট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা ১৮ লাখ টুইট করেছেন। এই ম্যাচ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই প্রথম আইসিসি টুইটারে সরাসরি ভিডিও চ্যাটের ব্যবস্থা করেছিল। ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন দলের অধিনায়ক ও ধারাভাষ্যকারদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। ম্যাচের ভিডিও টুইট করারও সুযোগ ছিল।
ভারত-পাক ফাইনাল ম্যাচের পরেই সবচেয়ে বেশি টুইট হয়েছিল দুই দলের গ্রুপের ম্যাচে। এরপর আছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ভারত-বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ড-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন