টুইটার লাইভে ধর্ষণ, নারী অভিযুক্ত
টুইটারে লাইভ ভিডিও সম্প্রচারের অ্যাপ পেরিস্কোপে এক কিশোরীকে ধর্ষণের ভিডিও প্রচার করার অপরাধে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নারীকে অভিযুক্ত করা হয়েছে।
এই অপরাধ দু’মাস আগে ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। যারা ওই ভিডিও সম্প্রচার হতে দেখেছেন তারাই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে। ওই নারী ‘সুনিশ্চিতভাবেই’ অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী।
‘অনলাইনে সরাসরি সম্প্রচার’ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আর এটি যে আদতে নিয়ন্ত্রনহীন ঘটনাটি সেটাই তুলে ধরে বলে মত দিয়েছেন একজন বিশেষজ্ঞ।
অভিযোগ মতে, ২৭ ফেব্রুয়ারি কলম্বাস শহরে এই যৌন হয়রানি ঘটে। ঘটনার আগের রাতে মারিনা লোনিনা নামের ওই নারীর বিরুদ্ধে ১৭ বছর বয়সী কিশোরীর বিবস্ত্র ছবি তোলার অভিযোগ রয়েছে।
লোনিনার প্রেমিক রেমন্ড গেটসকে ওই ঘটনার পরিকল্পনার জন্য অভিযুক্ত করা হয়। কিন্তু তিনি কীভাবে আত্মসমর্পন করবেন তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট দু’জনকেই ধর্ষণ, অপহরণ এবং যৌনতার বিষয়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানায় বিবিসি।
টুইটার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। পেরিস্কোপের নিয়মাবলিতে এ ধরনের দৃশ্য প্রচার নিষিদ্ধ। অ্যাপটি ২০১৫ সালে ১০ কোটিরও বেশি ভিডিও সম্প্রচার করে, যার অধিকাংশই ক্ষতিকারক ছিল না।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট-এর ড. জস রাইট বলেন, “প্রতিদিন যে পরিমাণ কনটেন্ট তৈরি ও আপলোড হচ্ছে, তা এত বেশি যে তা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য, আর স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবিকভাবে পুরোপুরি সঠিক নয়।”
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন