টুইট বিতর্ক, সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের

লাউডস্পিকার নিয়ে টুইটারে সমালোচনার জের। অভিযোগ দায়ের হল সোনু নিগমের বিরুদ্ধে। গতকাল মহারাষ্ট্রের মারাঠাওয়াড়ার ঔরঙ্গাবাদে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সংবাদসংস্থাকে ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, সোনু নিগমের বিরুদ্ধে তাঁরা একটা লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, জিনসি পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেছেন একজন স্থানীয় ধর্মীয় নেতা। তাঁর নাম নাদিম রানা। পুলিশ কমিশনারের কথায়, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকদিন আগে বলপূর্বক ধার্মিকতা নিয়ে সরব হয়েছিলেন সোনু নিগম। প্রশ্ন তুলেছিলেন, মুসলিম ধর্মের মানুষ না হয়েও তাঁকে আজ়ানের শব্দে কেন ঘুম থেকে উঠতে হবে? মন্দির ও গুরুদ্বারেও বলপূর্বক ধার্মিকতা নিয়ে সরব হয়েছিলেন। নিজের টুইটারে এসব প্রশ্ন তোলার পর সমালোচনার মুখোমুখি হতে হয় এই গায়ককে। সোনু নিগমের মাথা মুড়িয়ে, ছেঁড়া জুতোর মালা পরিয়ে দেশ ঘোরাতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন সৈয়দ শা আতেফ আল কাদরি নামের একজন ধর্মীয় নেতা। এর প্রতিবাদে গতকাল মাথা মুড়িয়ে ফেলেন সোনু নিগম।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন