টুটুল হত্যাচেষ্টা, জুলহাজ হত্যায় জড়িত নবী : ডিএমপি
ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় গ্রেপ্তার রশীদুন নবী প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা ও মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যাকাণ্ডেও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল আরো জানান, টুটুল হত্যাচেষ্টা এবং জুলহাজ হত্যাকাণ্ডের সঙ্গে নবী জড়িত বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিরুল জানান, সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও ব্লগার নাজিমুদ্দিন সামাদকে তিন মাস আগেই হত্যার পরিকল্পনা করেছিল জঙ্গি সংগঠন আনসার-আল ইসলাম। এর জন্য তারা সুবিশাল পরিকল্পনার ছক তৈরি করে। নাজিমউদ্দিনকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে একটি বাসা ভাড়া করে আনসার-আল ইসলামের সদস্যরা। বাড়ি ফেরার পথে নাজিমউদ্দিন সামাদকে বেশ কয়েকদিন ধরে অনুসরণও করে তারা।
মনিরুল ইসলাম বলেন, যেহেতু নাজিমউদ্দিন সামাদ একটি ছাত্রাবাসে থাকতেন। তাই সেই ছাত্রাবাসে গিয়ে হত্যা করা সম্ভব নয় বলে মনে করে জঙ্গিরা। এ জন্য তারা পরিকল্পনা করে নাজিমউদ্দিন সামাদকে যাওয়া-আসার পথেই হত্যা করার। তাই জঙ্গিরা বেশ কয়েকদিন ধরে নাজিমউদ্দিনকে অনুসরণ করেছিল। এরপর মো. রশিদুন নবী ভুইয়া ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান হত্যার নির্দেশের অপেক্ষা করতে থাকে। গত ৬ এপ্রিল রাতে রশিদুন নবীর নেতৃত্বে পাঁচ জঙ্গি নাজিমউদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় তাদের প্রত্যেকের কাছেই চাপাতি ছিল।
মনিরুল আরো বলেন, গতকাল রোববার রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. রশিদুন নবীকে গ্রেপ্তার করেন সিটিটিসি ও ডিবি পুলিশের সদস্যরা।
চলতি বছরের ৬ এপ্রিল পুরান ঢাকার সূত্রাপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নাজিমউদ্দিন সামাদকে। নিহত সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ‘বি’ সেকশনের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তিনি সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনার অফিসে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ও শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ওপর হামলা চালায় নিষিদ্ধঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এতে দীপন নিহত হন। টুটুল দেশের বাইরে বসবাস করেন।
চলতি বছর গত ২৫ এপ্রিল রাজধানীর লেক সার্কাসের আসিয়া নিবাসের নিজ বাসভবনে খুন হন জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়। জুলহাজ মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন। একই সঙ্গে তিনি ছিলেন সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক ছিলেন। মাহবুব তনয় একজন নাট্যকর্মী ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন