টুর্নামেন্ট সেরা মিরাজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরো টুর্নামেন্টে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের জন্যে তাকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশে সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপের ১১তম আসরে মিরাজ খেলেছেন৬টি ম্যাচ। এর মধ্যে ব্যাট করেছেন পাঁচটি ম্যাচে। যেখানে তিনি সর্বমোট রান করেছেন ২৪২। যার মধ্যে হাফসেঞ্চুরি আছে চারটি।
আর ৬ ম্যাচের প্রত্যেকটিতেই বোলিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে ৫৬.৩ ওভার বোলিং করে নিয়েছেন ১২টি উইকেট। দিয়েছেন ২১২ রান। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের এই যুব অলরাউন্ডার ৩ বার মনোনীত হয়েছেন ম্যাচ সেরা।
মিরাজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে যুব বিশ্বকাপে নেতৃত্ব দিলেন। এর মধ্যে গত আসরে বাংলাদেশকে নিয়ে হয়েছিলেন প্লেট চ্যাম্পিয়ন। আর এবার দেশের সর্বোচ্চ অর্জন সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে তার দল। শেষ পর্যন্ত সেমিফাইনালে হেরেছে বাংলাদেশ। পরে তৃতীয় স্থান অর্জন করেছে। দল ফাইনালে খেলতে না পারলেও মিরাজ ঠিকই টুর্নামেন্ট সেরা হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন