টেইলরকে ফেরালেন মেহেদী; ম্যচে ফিরল বাংলাদেশ!
এত কম পূঁজি নিয়ে টেস্ট ম্যাচে লড়াই করা যায় না। কিন্তু অসংখ্য ব্যর্থতার মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশি বোলাররা। শুরু থেকেই দারুণ বল করছিলেন মেহেদী মিরাজ। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় উইকেট বঞ্চিত হচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে নিজের প্রথম উইকেট হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটাই তুলে নিলেন মেহেদী। ৭৭ রান করা রস টেইলরকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তিনি।
এর আগে মেহেদীর বলে ক্যাচ ছাড়েন মাহমুদ উল্লাহ রিয়াদ। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন মেহেদী। জিত রাভালের ব্যাট ছুঁয়ে আসা নীচু ক্যাচ স্লিপে তালুবন্দি করতে করতে পারেননি মাহমুদউল্লাহ। সে সময় ২ রানে ব্যাট করছিলেন রাভাল। অবশেষে এই রাভালকে ফেরান পেসার কামরুল।
এখানেই শেষ নয়। ৪৬ তম ওভারের চতুর্থ বল করতে আসেন মেহেদী। টেইলরের ব্যাটে লেগে বল উড়ে গেল মিডউইকেট দিয়ে। দৌড়ে এসে শেষ পর্যন্ত ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন কামরুল ইসলাম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি টেইলর। মেহেদীর বলেই কামরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন