টেকনাফে দুর্ধর্ষ জঙ্গি রোহিঙ্গা দোস্ত মোহাম্মদ আটক
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে দুর্ধর্ষ জঙ্গি রোহিঙ্গা দোস্ত মোহাম্মদ (৩০) অবশেষে ধরা পড়েছে। আজ রবিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া শিবির থেকে টেকনাফ পুলিশ তাকে আটক করে।
দোস্ত মোহাম্মদ রোহিঙ্গা জঙ্গি সংগটন ‘আল ইয়াকিন’র একজন দুর্ধর্ষ জঙ্গি হিসাবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নানা অপরাধজনক কাজে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
জানা গেছে, টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি ব্লকের ৮৩৭/১ শেডের বাসিন্দা রোহিঙ্গা জমির আহমদের পুত্র দোস্ত মোহাম্মদ (এমআরসি নম্বর-৪৫৯৫০) এদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে উগ্রপন্থায় জড়িত রয়েছে। সে রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম গ্রুপের অন্যতম সদস্য। টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনায়ও সে জড়িত।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক সময়ে সংঘটিত তিনটি হত্যাকাণ্ড, অস্ত্র ও ডাকাতি মামলাসহ কমপক্ষে অর্ধ ডজন মামলার আসামি। এছাড়াও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের নেতা আবু সিদ্দিক ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা মাষ্টার কামাল উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা প্রচেষ্টা মামলারও পলাতক আসামি। তার বিরুদ্ধে জঙ্গিবাদেরও অভিযোগ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন