টেকনাফে নারীর হাতে নারী খুন

কক্সবাজারের টেকনাফ উপজেলান হ্নীলায় ঘুমন্ত অবস্থায় এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় হাসিনা বেগম নামে অপর এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত মরিয়ম খাতুন (৩০) ওই এলাকার মো. ইলিয়াছের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার হ্নীলা জাদীমুড়া এলাকায় মৌলভী আবু তাহেরের বড় ছেলে মো. ইলিয়াছের স্ত্রী মরিয়ম খাতুন সেহেরি শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। এ সময় মো. ইউনুছের স্ত্রী (ছোট জাঁ) হাছিনা বেগম পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায়, আটক হাসিনার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হাসিনর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে তাকে জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন

পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন