টেন্ডুলকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ম্যাকগ্রার!
দুজনেই ক্রিকেটে কিংবদন্তির স্থান নিয়েছেন। শচীন টেন্ডুলকারকে শুধু একালের ব্র্যাডম্যানই বলা হতো না, বলা হতো ভদ্রলোকের খেলা ক্রিকেটের এক অনুপম দৃষ্টান্ত তিনি। প্রতিপক্ষের স্লেজিংয়ের সামনেও তিনি বিনীত থাকতেন। কথা বলত তার ব্যাট। সেই শচীনের বিরুদ্ধেই কিনা স্লেজিংয়ের অভিযোগ!
ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার স্লেজিংয়ের কথা সকলেই জানে। ক্রিকেট মাঠে গত শতাব্দীর ৯ এর দশকে এবং এই শতাব্দীর শুরুর দশকে স্লেজিংকে নিজেদের জন্য প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল অজি ক্রিকেট দল। আর উল্টোদিকে বিপক্ষের হত সমস্যা। এবার সেই অস্ট্রেলিয়া দলের কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা যা বললেন, তাতে চমকে যাবেন আপনি!
একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাত্কারে ম্যাকগ্রা বলেছেন, “স্লেজিং সব দলই করে। কিন্তু যেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এটা করে, সঙ্গে সঙ্গে সেটা খবর হয়ে যায়। আমরা করলেই অন্যরা সঙ্গে সঙ্গে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে। আসলে আমরা অস্ট্রেলীয়রা খুব প্যাশন নিয়ে ক্রিকেটটা খেলি। মাঠে যেটা হয়, ওটা মাঠেই ভুলে আসি। ”
এরপরই তিনি মারাত্মক অভিযোগ করে বলেন, “আমাকে তো শচীন টেন্ডুলকারও স্লেজিং করেছে!” শচীন অবশ্যই গ্লেনের এই অভিযোগের কোনও জবাব দেননি এখনও। গ্লেন ম্যাকগ্রা পাশাপাশি এটাও জানিয়েছেন যে, অজি টিমে সবথেকে বেশি স্লেজিং করা ক্রিকেটার হলেন ম্যাথু হেইডেন। আর তার দেখা সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার হলেন শেন ওয়ার্ন। কিন্তু শচীন সম্পর্কে এ কী বললেন ম্যাকগ্রা!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন